চেন্নাই অধিনায়ক হিসেবে ধোনির ‘১০০’ ম্যাচে জয়

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২০, ১১:২৯ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২০, ১১:৪১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

এভাবেও ফিরে আসা যায়! ৪৩৭ দিন পর মহেন্দ্র সিং ধোনির বাইশ গজে ফিরে আসার এটাই সেরা ক্যাচলাইন৷ শনিবার মরু শহর সাক্ষী থাকল ধোনির প্রত্যাবর্তনের৷ সেই সঙ্গে মাইলস্টোনেও৷ এদিন মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচ উইকেটে হারিয়ে ২০২০ আইপিএল শুরু করল চেন্নাই সুপার কিংস৷ সেই সঙ্গে সিএসকে ক্যাপ্টেন হিসেবে আইপিএলে ১০০তম ম্যাচ জয়ের নজির গড়লেন ধোনি৷

মরু শহরে মুম্বাই ইন্ডিয়ান্সের হারের ধারা অব্যাহত৷ এ নিয়ে টানা ছ’ম্যাচ হার মুম্বাই ইন্ডিয়ান্সের৷ কিন্তু প্রথম ম্যাচে জয়ের হ্যাটট্রিক করল চেন্নাই সুপার কিংস৷ ২০১৮ ও ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পর ২০২০ আইপিএলের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে নজির গড়ল ধোনি অ্যান্ড কোং৷

গতবারের চ্যাম্পিয়ন ২০২০ আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে পাঁচ উইকেটে হারে মুম্বাই ইন্ডিয়ান্স৷ এদিন আবুধাবির দর্শকশূন্য শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ব্যাটিং করে ৯ উইকেটে ১৬২ রান তুলেছিল মুম্বাই ইন্ডিয়ান্স৷ রান তাড়া করতে নেমে চার বল বাকি থাকতেই পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় সুপার কিংস৷

গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধোনি এদিন মাঠে নামেন সিএসকে জার্সিতে৷ তবে এদিন দুই তারকা ক্রিকেটার ডোয়েন ব্র্যাভো ও ইমরান তাহিরকে বাইরে রেখে মাঠে নামে সুপার কিংস৷ তবে রান তাড়া করতে বিশেষ বেগ পেতে হয়নি ধোনিদের৷ ১৬৩ রান তাড়া করতে গিয়ে শুরুতেই দুই ওপেনার শেন ওয়াটসন এবং মুরলী বিজয়ের উইকেট হারালেও অম্বাতি রায়ডু ও ফ্যাফ ডু’প্লেসি ব্যাটে সহজ জয় ছিনিয়ে নেয় সুপার কিংস৷

৪৮ রানের ম্যাচ জেতানো ৭১ রান করে ম্যাচের সেরা হন রায়ডু৷ এটি আইপিএলের তাঁর ১৯তম হাফ-সেঞ্চুরি৷ আর ৫৮ রান অপরাজিত থাকেন ডু’প্লেসি৷ তৃতীয় উইকেটে ১১৫ রানের পার্টনারশিপ গড়ে দলকে নিশ্চিত জয়ে পৌঁছে দিয়েছিলেন দু’জনে৷ রায়ডু আউট হলেও শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলকে জিতিয়ে মাঠে ছাড়েন ডু’প্লেসি৷

(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/এআইএ)