গফরগাঁওয়ে ইমাম হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৭ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২০, ১৪:১২

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকার বেলদিয়া গ্রামে শনিবার রাতে এক মসজিদের ইমামকে রাস্তায় ফেলে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে পাগলা থানায় রাতেই মামলা করেছেন নিহত ইমামের স্ত্রী বিলকিছ বেগম। মামলার পর পুলিশ তাজুল (৪৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে।

নিহত ইমামের নাম হাফেজ মাওলানা আজিম উদ্দিন (৫৬)। তিনি বেলদিয়া গ্রামের মৃত শেখ মজরত আলীর ছেলে।

নিহত হাফেজ মাওলানা আজিম উদ্দিন মসজিদ থেকে এশার নামাজের ইমামতি শেষে শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ বাড়ি ফেরার পথে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি গত ২০ বছর ধরে সাধুয়া জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

এলাকাবাসী, থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, হাফেজ মাওলানা আজিম উদ্দিন প্রতিদিনের মতো সাধুয়া জামে মসজিদে এশার নামাজের ইমামতি শেষে রাত সোয়া ৮টার দিকে বাড়ি ফিরছিলেন। সাধুয়া-নিগুয়ারি খালের পাশে সাধুয়া মার্কেটের নিকটে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার গলা কেটে হত্যার পর ফেলে রেখে যায়।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে আরও পাঁচ-ছয়টি ধারোলো অস্ত্রের আঘাত আছে। পথচারীরা দেখতে পেয়ে চিৎকার করলে এলাকাবাসী উপস্থিত হয়ে পাগলা থানা পুলিশকে খবর দেয়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি শাহীনুজ্জামান খান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। খুনের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে ।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/কেএম)