গফরগাঁওয়ে অটোরিকশা চাপায় শিশু নিহত

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৯ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৫

গফরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহের গফরগাঁওয়ে মক্তবে পড়া শেষে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় এক শিশু শিক্ষার্থী মারা গেছে। রবিবার সকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামে গফরগাঁও-বরমী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাপিয়া আক্তার (৮) ধামাইল পূর্ব পাড়া গ্রামের হাইদুল ইসলামের মেয়ে। স্থানীয় লোকজন চালকসহ অটোরিকশা আটক করেছে।

এলাকাবাসী জানায়, শিশু পাপিয়া আক্তার স্থানীয় মসজিদের মক্তবে আরবি পড়ে। রবিবার সকাল ৮টার দিকে মক্তব ছুটির পর পাপিয়া অন্য শিশুদের মতো সড়ক পার হয়ে বাড়ি ফিরছিল। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশা পাপিয়ার বুকের ওপর দিয়ে চলে যায়। এ সময় স্থানীয় লোকজন চালকসহ ঘাতক অটোরিকশাটি আটক করে এবং গুরুতর আহত পাপিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয়দের দাবি, ব্যাটারিচালিত অটোরিকশাগুলো খুবই বেপরোয়া। এই চালকদের কারও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই।

গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/কেএম)