দ্বিতীয় পর্বের পরীক্ষায় সকল ক্রিকেটার করোনা নেগেটিভ

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৪ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক স্কিল ক্যাম্পের জন্য ডাক পাওয়া সকল খেলোয়াড়ের দ্বিতীয় পর্বের করোনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে। ক্যাম্পের জন্য মোট ২৭ জন ক্রিকেটার ডাক পান। বিসিবির আয়োজনে হোটেল সোনারগাঁওতে জৈব-সুরক্ষা পরিবেশে প্রবেশের আগে সকল খেলোয়াড়ের করোনা পরীক্ষা করানো হয়।

গেল শুক্রবার ১৮ জন এবং শনিবার বাকি ৯ জন ক্রিকেটার ও কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করানো হয়। হোয়াটসঅ্যাপে বার্তার মাধ্যমে বিসিবি জানিয়েছে, দ্বিতীয় পর্বের করোনা পরীক্ষায় কারও পজিটিভ আসেনি।

প্রথম পর্বের করোনা পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছিল গেল ৬ ও ৭ সেপ্টেম্বর। এর মধ্যে শুধুমাত্র সাইফ হাসান ও ট্রেনার নিক লির করোনা পজিটিভ আসে।

শ্রীলঙ্কা সফরটি চূড়ান্ত হলে আগামী ২৭ সেপ্টেম্বর দেশ ত্যাগ করবে বাংলাদেশ দল। কিন্তু বাংলাদেশ নিজেদের অবস্থান স্পষ্ট করার পরও, শ্রীলঙ্কা এখনো কোনো কিছু সাড়া দেয়নি। শ্রীলঙ্কায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হলে সফরে যাবে না বাংলাদেশ। সাত দিনের বেশি কোয়ারেন্টাইন করবে না টাইগাররা, এমনকি কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় অনুশীলনের সুবিধাও চেয়েছে বাংলাদেশ। কিন্তু তাতে রাজি নয় শ্রীলঙ্কা।

(ঢাকাটাইমস/২০ সেপ্টেম্বর/এসইউএল)