চাল নিয়ে সিন্ডিকেট করলে মূল্য দিতে হবে: খাদ্যমন্ত্রী

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২০, ০০:০৭ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২০, ০০:২৯

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস

সিন্ডিকেট করে চালের দাম বাড়ানো হলে তার চরম মুল্য দিতে হবে ব্যবসায়ীদের। কোন ব্যবসায়ী এই মহূর্তে সিন্ডিকেট করে চালের মূল্য বৃদ্ধির চেষ্টা করলে তাদের ছাড়া দেওয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রবিবার বিকালে সাপাহার উপজেলার নিজ নির্বাচনী এলাকায় প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে আর্থিক চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, কৃষক ও ভোক্তার সমন্বয় করে চাল আমদানি নীতিমালা করেছে সরকার। যাতে করে কৃষকদের ন্যায্য মূল্য দেয়ার পাশাপাশি ভোক্তারাও সুলভ মূল্যে চাল কিনতে পারেন। যেসব চালকল মালিক গত মৌসুমে সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েও চাল দেননি, তাদের বিভিন্ন মেয়াদে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী।

এসময় উপজেলা চেয়ারম্যান শাজাহান হোসেন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরীসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এলএ)