মুম্বাইয়ে ভবন ধসে ১০ জনের প্রাণহানি

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৫ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে তিন তলা একটি ভবন ধসে গেছে। এতে দশজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও অনেকে। ধসে পড়া ভবনের ভেতরে আটকা পড়েছেন অনেকে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

সোমবার স্থানীয় সময় ভোর পৌনে চারটার দিকে মুম্বাইয়ের পাশের ভিওয়ান্ডি নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মিউনিসিপ্যাল করপোরেশনের বরাত দিয়ে এই খবর দিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।

দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং দমকল বাহিনী ধসে পড়া ভবনে আটকেপড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

ভবন ধসের পর এখন পর্যন্ত পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী এখনও ২০ থেকে ২৫ জন ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তারা কী অবস্থায় আছে তা জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এমআর