সনের ৪ গোলে বড় জয় পেল টটেনহ্যাম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ০৯:০১ | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫১

সবে সবে টটেনহ্যামে প্রত্যাবর্তন ঘটেছে গ্যারেথ বেলের। পুরনো ক্লাবে ফিরে হ্যারি কেন এবং হিউং মিন সনের সঙ্গে জুটি বাঁধতে মুখিয়ে প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা। আর ওয়েলস তারকাকে স্পারসে দুরন্ত ওয়েলকাম করলেন আপফ্রন্টে তার দুই সতীর্থ সন এবং কেন। এভার্টনের কাছে হেরে ২০২০-২১ লিগ অভিযান শুরু করলেও দ্বিতীয় ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন করল হোসে মোরিনহোর ছেলেরা। সাউদাম্পটনকে দ্বিতীয় ম্যাচে ৫-২ গোলে হারাল তারা। বলা যায় বেলের আগমণে নর্থ লন্ডনের ক্লাবে বসন্ত।

যদিও ড্যানি ইংসের গোলে এদিন ম্যাচে প্রথমে লিড নেয় হোম টিম সাউদাম্পটন। কিন্তু প্রথমার্ধের সংযুক্তি সময়ে কেনের ক্রস থেকে কোরিয়ান স্ট্রাইকার মিন সন সমতায় ফিরিয়ে আনেন টটেনহ্যামকে। সমতায় ফেরার পর দ্বিতীয়ার্ধে শুধুই টটেনহ্যাম ঝড়। সৌজন্যে হিউং মিন সন। দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিট, ৬৪ মিনিট, ৭৩ মিনিটে পরপর আরও তিনটি গোল তুলে নেন কোরিয়ান স্ট্রাইকার। মজার ব্যাপার এদিন হ্যাটট্রিক সহ সনের চারটি গোলের পিছনেই অবদান আপফ্রন্টে তার সতীর্থ কেনের।

চারটি ক্ষেত্রে সনকে অ্যাসিস্ট করার পর ৮২ মিনিটে নিজেই গোলের খাতায় নাম তোলেন কেন। সবমিলিয়ে পাঁচ গোলের বৃত্ত সম্পূর্ণ করে টটেনহ্যাম। ম্যাচের নির্ধারিত সময়ের একদম অন্তিম মিনিটে একটি পেনাল্টি পায় সাউদাম্পটন। স্পটকিক থেকে ইংস নিজের এবং দলের হয়ে দ্বিতীয় গোলটি করলেও তা সাউদাম্পটনের পক্ষে সান্ত্বনাসূচক ছাড়া আর কিছু বলা যায় না। সবমিলিয়ে বেলকে যে তাঁর সতীর্থরা সাদরে বরণ করে নিলেন সেটা বলাই যায়।

এদিকে চলতি মরশুমে স্পারসের জার্সি গায়ে তাঁর ভূমিকা ঠিক কী হবে, দলে যোগ দেওয়ায় সঙ্গে সঙ্গে তা নিয়ে কোচ হোসে মোরিনহোর সঙ্গে তাঁর একপ্রস্থ আলোচনাও হয়েছে বলে জানিয়েছেন বেল। বিটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বেল জানিয়েছেন, ‘কয়েকটি ভিন্ন পজিশনে খেলার ব্যাপারে উনার সঙ্গে আমার কথা হয়েছে। উনি যেভাবেই হোক আমায় মাঠে দেখতে চান। সবমিলিয়ে আমি ভীষণ খুশি।’ একইসঙ্গে সাত বছর পর স্পারসে ফেরার নেপথ্য নায়কও যে মোরিনহো, সে ব্যাপারেও নিশ্চিত করেছেন বেল।

রিয়ালের প্রাক্তনীর কথায়, ‘আমার এখানে ফিরে আসার পিছনে মোরিনহো অন্যতম বড় একটি কারণ। উনি টটেনহ্যামে জন্য একেবারে উপযুক্ত। আমর একসঙ্গে অনেক ট্রফি জিততে চাই এবং অন্যান্যদের পিছনে ফেলতে চাই।’ একইসঙ্গে আপফ্রন্টে হ্যারি কেন এবং মিন সনের ভূয়সী প্রশংসা করে বেল জানিয়েছেন কেন এবং সনের সঙ্গে আমার যোগদানের বিষয়টি টটেনহ্যামের জন্য আকর্ষণীয় হয়ে উঠবে। আমরা তিনজনেই যদি নিজেদের ফর্মে বিরাজ করতে পারি তাহলে মরশুমটা দলের জন্য দারুণ হবে।’

(ঢাকাটাইমস/২১ সেপ্টেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :