নাদালের হার, ফের বিতর্কে জোকোভিচ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৮

রোম ওপেনের কোয়ার্টার ফাইনালে ছিটকে গেলেন রাফায়েল নাদাল। আর্জেন্টিনার দিয়েগো সোয়ার্ৎজম্যানের বিরুদ্ধে এই প্রতিযোগিতায় রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন হারলেন ২-৬, ৫-৭। শেষ আটে আর এক তারকা নোভাক জোকোভিচ অবশ্য জিতলেন ডমিনিক কোয়েপফারের সঙ্গে দ্বৈরথে। ফল ৬-৩, ৪-৬, ৬-৩। তবে জিতলেও ম্যাচের মধ্যে মেজাজ হারিয়ে কোর্টে আছড়ে র‌্যাকেট ভাঙলেন বিশ্বের এক নম্বর।

নাদাল হারলেও অজুহাত দিতে চান না। বিশ্ব ক্রম পর্যায়ে ১৫ নম্বরে থাকা আর্জেন্টিনীয় প্রতিপক্ষকে এই ম্যাচের আগে তিনি ৯ বার হারিয়েছিলেন। ম্যাচের পরে নাদাল বলেন, ‘অজুহাত তো খোঁজাই যায়। কিন্তু আমি ম্যাচটায় ভাল খেলতে পারিনি। এ বার দেখতে হবে কেন পারলাম না? কী ভাবে ভুলটা শোধরানো যায়।’ ৩৪ বছর বয়সি স্প্যানিশ তারকা চান আসন্ন ফরাসি ওপেনের আগে নিজের খেলায় ত্রুটিগুলো ঠিক করে নিতে।

জোকোভিচের ক্ষেত্রে ব্যাপারটা যদিও অন্য রকম। দু’সপ্তাহও হয়নি তিনি যুক্তরাষ্ট্র ওপেন থেকে বহিষ্কৃত হয়েছেন। এমন একটা সময়ে ফের কোর্টে মেজাজ হারানোর পরেও জোকোভিচ বলেছেন, ‘এটা প্রথম বার নয় আমি কোর্টে র‌্যাকেট ভাঙলাম। শেষ বারও নয়। আগেও এ রকম করেছি।’

(ঢাকাটাইমস/২১ সেপ্টেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :