জাতীয় বিজ্ঞান জাদুঘরে মডেল জাহাজ দিলো কোস্ট গার্ড

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৮

ঢাকাটাইমস ডেস্ক

মুজিববর্ষ উপলক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে প্রদর্শনের জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে সোমবার সকালে একটি জাহাজের মডেল হস্তান্তর করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় দুই মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ হয়।
প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছে। এ প্রেক্ষিতে জনগণের নিকট বাংলাদেশ কোস্ট গার্ডের ব্যবহৃত জাহাজ সম্পর্কে ধারণা দেয়ার জন্য কোস্ট গার্ড জাহাজের একটি মডেল বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে স্থাপনের নিমিত্তে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে হস্তান্তর করা হয়।
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এলএ)