মানিকগঞ্জে বেশি দামে পেঁয়াজ বিক্রিতে অর্থদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩০

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল পেঁয়াজের হাট ও নালী বাজারে অভিযান চালিয়ে দুই পেঁয়াজ ব্যবসায়ীসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

আসাদুজ্জামান রুমেল জানান, জেলা প্রশাসক এসএম ফেরদৌসের নির্দেশনায় অধিক দামে পেঁয়াজ বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে বরংগাইল পেঁয়াজের হাটের তিন আড়ৎদারকে আট হাজার এবং নালী বাজারে মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রয়ের অপরাধে আরও এক প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। পাইকারি ও খুচরা বিক্রেতাদের মূল্য তালিকা প্রদর্শন করতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে তাকে সহযোগিতা করেন শিবালয় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও মানিকগঞ্জ ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :