জয়পুরহাটে অসহায় নারীকে সেলাই মেশিন দিলেন ডিসি

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৮

জয়পুরহাটে অসহায় এক নারীকে সেলাই মেশিন উপহার দিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ক্ষেতলাল উপজেলার বানাইচ গ্রামের রিনা বেগম নামে এক অসহায় নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম।

সেলাই মেশিন পেয়ে খুশি হয়ে রিনা বেগম বলেন, অভাব-অনটনের সংসারে তেমন কোনো ভূমিকা রাখতে পারতাম না। এখন থেকে আমি সংসারে আয় রোজগারের ভূমিকা রাখতে পারব। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি জেলা প্রশাসক স্যারের প্রতি তিনি সোমবার এই সেলাই মেশিন না দিলে অভাব- অনটনের মধ্যেই থাকতে হতো।

জেলা প্রশাসক শরীফুল ইসলাম বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে। সরকারের পাশাপাশি আমরা সবাই মিলে উদ্যোগ নিলে এই অসহায় নারীদের দুর্ভোগ অনেকটা কমানো সম্ভব।

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :