তানোরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৬

তানোর (রাজশাহী) প্রতিনিধি, ঢাকাটাইমস

রাজশাহীর তানোরে মেঘনা বিবি নামে (২২) এক  গৃহবধূকে হত্যার অভিযোগে নিহত মেঘনার স্বামী জনি মণ্ডল ডনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে সোমবার সকালে তানোর সরনজাই ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে।  
এ ঘটনায় মেঘনার পিতা ওহাব আলী বাদী হয়ে জনি মণ্ডল ডনকে আসামি করে হত্যা মামলা করেছেন। পুলিশ দুপুরে ডনকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, গত তিন বছর আগে মোহনপুর উপজেলার কাশিমালা গ্রামের ওহাব আলীর মেয়ে মেঘনা বিবির সঙ্গে তানোর উপজেলার সরনজাই কাচারীপাড়া গ্রামের লাল মোহাম্মদ মণ্ডলের পুত্র জনি মণ্ডল ডনের বিয়ে হয়। সংসার জীবনে তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকত। যার কারণে মেঘনাকে তার স্বামী প্রায় মারপিট করত। সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর মেঘনা রাগ করে তার পিতার বাড়ি কাশিমালা গ্রামের চলে আসেন। গত রবিবার জনি তার স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে যায়। বেলা ১২টার দিকে জনি তার স্ত্রী মেঘনাকে নিয়ে নিজ গ্রাম সরনজাই কাচারীপাড়ায় আসেন।  রাতে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগে। সকালে মেঘনার লাশ নিজ ঘরের বারান্দায় গলায় দড়ি পরানো অবস্থায় ঝুলে থাকে। বাড়ির অন্য সদস্যরা মেঘনা ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। এদিকে ঘটনার পর থেকে মেঘনার স্বামী জনি পলাতক ছিলেন। পুলিশ কৌশল করে ওই গ্রামের এক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
মেঘনার পিতা ওহাব আলী বলেন, আমার মেয়ে আত্মহত্যা করেনি। তার দুই বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। আমার জামাই জনি মণ্ডল ডন আমার মেয়েকে হত্যা করে লাশ দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে। আমি এর বিচার চাই। ছোট মেয়েটির কি হবে।
তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, নিহতের শরীরে বিভিন্ন স্থানে দাগ পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- মেঘনাকে কিছু দিয়ে গলায় বেঁধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে সব পরিষ্কার হবে।
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এলএ)