ট্রাম্পকে বিষাক্ত চিঠি প্রেরণের ঘটনায় নারী গ্রেপ্তার

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২০, ১০:৩১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো এক চিঠিতে ভয়ংকর বিষাক্ত পদার্থ মিলেছে। এরপর নড়েচড়ে বসেছে মার্কিন প্রশাসন। এই ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সপ্তাহেই ওই খামটি পাঠানো হয়েছিল প্রেসিডেন্টের উদ্দেশ্যে৷ ওই নারী কানাডার বাসিন্দা বলে জানা গিয়েছে৷  তবে এর চেয়ে বেশি কিছু পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি৷ খবর সিএনএনের।

কানাডার নাগরিক ওই নারীকে সম্ভবত সোমবার হেফাজতে নিয়েছে মার্কিন পুলিশ। কিন্তু তদন্ত প্রক্রিয়া নিয়ে মুখে কুলুপ এঁটেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

কী কারণে ওই বিষাক্ত রাইসিন ট্রাম্পকে পাঠানো হচ্ছিল, তা পরিষ্কার নয়। এফবিআই শুধু এক বিবৃতিতে বলেছে, এক জন গ্রেফতার হয়েছে এবং তদন্ত চলছে।

ঢাকা টাইমস/২২সেপ্টেম্বর/একে