না ফেরার দেশে স্বাধীন বাংলা ফুটবল দলের নওশেরুজ্জামান

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২০, ১১:২৩ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য কেএম নওশেরুজ্জামান। সোমবার রাত সাড়ে ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর বেশ কিছুদিন রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। এক সময়ের এই দাপুটে ফুটবলার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

নওশেরুজ্জামান বাংলাদেশ জাতীয় ফুটবল দল, ঢাকা মোহামেডান, ভিক্টোরিয়া এসসি, ঢাকা ওয়ান্ডার্স ক্লাব, ওয়ারী ক্লাব, ফায়ার সার্ভিসেস এবং ওয়াপদার হয়ে খেলেছেন। স্বাধীন বাংলা ফুটবলের এ সদস্য মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন।

১৯৫০ সালের ৫ ডিসেম্বর মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন নওশেরুজ্জামান। তিনি ১৯৬৭ সালে রেলওয়ের হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেন। পরে ওয়ারী, ফায়ার সার্ভিস, ওয়াপদা ঘুরে ১৯৭৫ সালে যোগ দেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। ১৯৭৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত খেলেছেন ওয়ান্ডারার্সে।

স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে মুক্তিযুদ্ধের সময় খেলা নওশেরুজ্জামান পরে বাংলাদেশের জার্সিতে খেলেছেন ১৯৭৩ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত।

(ঢাকাটাইমস/২২ সেপ্টেম্বর/এসইউএল)