চট্টগ্রামে ৩০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৬

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

চট্টগ্রাম বন্দরের উত্তর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে  অবৈধ দখলদারের কাছ থেকে  তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। অভিযানে প্রায় তিন একর জায়গা দখলমুক্ত করা হয়।

মঙ্গলবার সকালে চবকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অথরাইজড অফিসার গৌতম বাড়ৈর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

চট্টগ্রাম বন্দরের সহকারী ভূমি ব্যবস্থাপক মুহাম্মদ শিহাব উদ্দিন বলেন, বন্দরের নিজস্ব জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা এবং দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার উত্তর আবাসিক এলাকায় অভিযান চালানো হয়।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এলএ)