লন্ডনে প্রেস মিনিস্টার আশিকুন নবীর মেয়াদ বাড়ল

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার পদে আশিকুন নবী চৌধুরীর মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ হাইকমিশন, লন্ডন, যুক্তরাজ্যে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিতে নিযুক্ত কর্মকর্তা জনাব মো. আশিকুন নবী চৌধুরীকে তার পূর্বের চুক্তির অনুরূপ শর্তে আগামী ২১ নভেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে পুনরায় একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এর আগে ২০১৮ সালের জুলাইয়ে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান প্রতিবেদক মো. আশিকুন নবী চৌধুরীকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদে দুই বছরের জন্য নিয়োগ দেয় সরকার।

আশিকুন নবী চৌধুরী দেশের বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে অধুনালুপ্ত বাংলাদেশ অবজারভার, ফাইনান্সিয়াল এক্সপ্রেস, নিউ এইজ ও দৈনিক জনতা।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/জেবি)