বিশ্বমানের বোলার হতে কঠোর পরিশ্রম করতে চান তাসকিন

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

গড়পড়তা পারফরম্যান্সের কারণে দলে অনিয়মিত হয়ে পড়েছিলেন বাংলাদেশের সুদর্শন, সুঠামদেহী পেসার তাসকিন আহমেদ। তবে করোনাকালীন লকডাউনটা বেশ কাজে লাগিয়েছেন এই ডান হাতি। খেলা থেকে দূরে থাকলেও তাসকিন এই সময়েও নিজেকে নিয়ে কাজ করার ধারা অব্যাহত রেখেছেন। বর্তমানে বেশ আঁটসাঁট শরীর নিয়ে জাতীয় দলের ক্যাম্পে ঘাম ঝড়ানো এই পেসার নিজেকে বিশ্বমানের পেসারে পরিণত করতে আরও কঠোর পরিশ্রম করতে চান।

ফিটনেস নিয়ে সেই কার্যক্রম আরও গতি পেয়েছে ক্রিকেটাররা আনুষ্ঠানিকভাবে অনুশীলনে ফেরায়। তাসকিনই বেশ খুশি। তবে ফিটনেসে আরও উন্নতি করতে চান, আরও নিজেকে নিয়ে যেতে চান বিশ্বমানের কাতারে।

তাসকিন বলেন, ‘ফিটনেস আগের চেয়ে উন্নত হয়েছে। আসলে উন্নতির শেষ নেই। বিশ্বমানের বোলার ও আরও ধারাবাহিক হতে হলে কঠোর পরিশ্রম সবসময় করে যেতে হবে। সামনে আরও ভালো কিছু হবে আশা করছি। আমি আমার চেষ্টা অব্যাহত রাখবো, ভবিষ্যতে যেন আরও ভালো করতে পারি সে চেষ্টা করবো।’

জাতীয় দলের ক্রিকেটাররা এখন জৈব সুরক্ষিত বলয়ে। এই বলয়ের বাইরে যাওয়ার সুযোগ নেই। তাসকিন অবশ্য দীর্ঘদিন পর এই পরিবারের সঙ্গ পেয়ে প্রীত। জানালেন, ‘অনেকদিন পর সবাই একত্রিত হয়ে ট্রেনিং করতে পেরে ভালো লাগছে। অনেকদিন পর হাই ইন্টেন্সিভ ট্রেনিং একসাথে ড্রেসিংরুম-টিম বাস ভাগাভাগি করা- পরিবারের মত শুরু করতে পেরে ভালো লাগছে।’

‘আগের চেয়ে ভালো ছন্দ এনেছে, ভালো লাগছে, স্বাচ্ছন্দ্য আছে। পেস, সিম পচিশন এসব নিয়ে কাজ করছি কোচদের সাথে। আগের চেয়ে অনেক উন্নতি হচ্ছে, সুস্থ থাকলে সামনে আরও উন্নতি হবে ইনশাল্লাহ।’- তাসকিন বলেন।

বোলার হলেও দলের প্রয়োজনে অবদান রাখতে ব্যাটিং নিয়েও কাজ করছেন তাসকিনরা। সামনেই শ্রীলঙ্কা সফর। টেস্ট সিরিজটি বাস্তবায়িত হলে লঙ্কান মাটিতে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ নিতে হতে পারে বোলারদেরও।

তাসকিন জানান, ‘আজকে আমাদের সব বোলারদের ব্যাটিং সেশন ছিল। উপভোগ করেছি। কঠিন ছিল, তবে এই চ্যালেঞ্জ নেওয়া শিখতে হবে। টেল এন্ডাররা ব্যাটসম্যানদের সাপোর্ট দিতে হলে আমাদের উন্নতি করতে হবে। আমরাও চেষ্টা করছি, আগের থেকে উন্নতি হচ্ছে। আশা করি সামনে টেল এন্ডাররা আরও ভালো করবে।’

(ঢাকাটাইমস/২২ সেপ্টেম্বর/এআইএ)