মানিকগঞ্জে কমতে শুরু করেছে যমুনার পানি

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১২:৫২ | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৮

মানিকগঞ্জে যমুনা নদীর পানি টানা পাঁচ দিন বৃদ্ধির পর বুধবার থেকে তা কমতে শুরু করেছে। গেল ২৪ ঘণ্টায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা পয়েন্টের যমুনা নদীতে এক সেন্টিমিটার পানি কমেছে।

বুধবার সকালে পানি উন্নয়ন বোর্ডের আরিচা যমুনা পয়েন্টের পানির স্তর পরিমাপক মো. ফারুক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, টানা পাঁচ দিন ধরলা ও তিস্তা পয়েন্টের দিকে পানি বৃদ্ধি পাওয়ায় এ পয়েন্টে পানি বেড়েছিল।

গত পাঁচ দিনে পানি ৫০ সেন্টিমিটার বাড়ার পর বুধবার যমুনা নদীতে এক সেন্টিমিটার পানি কমেছে।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :