ধোনির সমালোচনায় গম্ভীর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৯

নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে চেন্নাই সুপার কিংস। শেষে ছক্কা বৃষ্টি ঝরালেও শুরুতে ধীর গতির ব্যাটিংয়ের কারণে সাবেক ইন্ডিয়ান ক্রিকেটার গৌতম গম্ভীরের সমোলোচনার শিকার হয়েছেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ভারতের বর্তমান ক্রিকেটারদের বড় সমালোচক দেশটির সাবেক ওপেনার গম্ভীর। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনির ব্যাটিং ও দলের ব্যাটিং লাইনআপের কৌশল দেখে অবাক হয়েছেন তিনি। তুমুল সমালোচনা করেছেন ধোনির।

তিনি বলেন, ‘সত্যি বলতে আমি বেশ অবাক হয়েছি। ধোনি ৭ নম্বর এ! আর গায়কোবাদ ধোনির আগেই ব্যাটিংয়ে? স্যাম কারানও তার আগে! আমি কিছুই বুঝতে পারলাম না। আসলে তার তো উচিত ছিল সামনে থেকে নেতৃত্ব দেওয়া। কিন্তু সে যেটা করেছে তা সামনে থেকে নেতৃত্ব দেওয়া বলে না। ২১৭ রান তাড়া করার সময় ৭ নং এ ব্যাটিং করতে নামলে তো খেলা সেখানেই শেষ হয়ে যায়। ডু প্লেসি একাই লড়াই করেছে।’

গম্ভীর মনে করছেন এই কাজ ধোনি করেছেন বলেই তিনি পার পেয়ে যাচ্ছেন। অন্য কোনো অধিনায়ক এরকম করলে তাকে প্রচুর সমালোচনার শিকার হতে হতো। গম্ভীরে ভাষায়, ‘হ্যাঁ, আপনি ধোনির শেষ ওভার নিয়ে কথা বলতে পারেন, সেখানে সে তিনটা ছয় মেরেছে। কিন্তু সত্যি বলতে এটা কোনো কাজেরই ছিল না। এটা কেবল তার নিজের রান বাড়িয়েছে। যদি অন্য কেউ এই কাজ করতো, অন্য কোনো অধিনায়ক ৭নংয়ে ব্যাটিং করতো তাহলে তাকে কথা শুনতে হতো। হয়তো এটা ধোনি বলেই মানুষ খুব বেশি কিছু বলছে না।’

তিনি ধোনিকে উপহাস করে বলেন, ‘যখন তোমার দলে রায়না নেই, তখন তুমি দেখাতে চাচ্ছো যে স্যাম কারান তোমার থেকে ভালো ব্যাটসম্যান। তুমি মানুষকে বিশ্বাস করাতে চাচ্ছো ঋতুরাজ, ফাফ, মুরালি বিজয়, কেদার যাদব সবাই তোমার থেকে ভালো!’

প্রসঙ্গত, ৭ নম্বরে ব্যাটিং করতে নেমে প্র্রথম ১২ বলে ৯ করার পরে হাত খোলেন ধোনি। শেষ পর্যন্ত ১৭ বলে ২৯ রান নিয়ে অপরাজিত থাকলেও তার দল ম্যাচ হারে ১৬ রানে।

(ঢাকাটাইমস/২৩ সেপ্টেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :