তিন তারকার নাটক ‘বিষফল’

বিনোদন প্রতিবেদক
| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১২:০৫ | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৮

ছোট পর্দার শক্তিমান তিন অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাজনীন চুমকী। এই তিন তারকাকে নিয়ে লিটু করিম নির্মাণ করতে যাচ্ছেন একক নাটক ‘বিষফল’। আগামী মাসের প্রথম সপ্তাহে নাটকটির শুটিং হবে। নাটকের গল্পটি বর্তমান সমাজের সমসাময়িক বিষয় নিয়ে।

এ প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘দীর্ঘ বিরতির পর লিটু করিমের সঙ্গে কাজ করতে যাচ্ছি। ওর লেখা প্রথম টেলিভিশন নাটক ‘দোকান’-এ আমি অভিনয় করেছিলাম প্রায় ১৫ বছর আগে। নাটকটি জনপ্রিয় হয়েছিল। আমি আশাবাদী, ‘বিষফল’ নাটকটিও দর্শকপ্রিয়তা পাবে।’

ফজলুর রহমান বাবু বলেন, ‘বিষফল’ নাটকের গল্প শুনেই আমার ভালো লেগেছে। আশা করছি, কাজটিও ভালো হবে। গতানুগতিক গল্পের বাইরে এই গল্পটি দর্শকের ভালো লাগবে।’

নাজনীন চুমকী বলেন, ‘এ নাটকে আমার চরিত্রটি সম্পূর্ণ আলাদা। আমি যা নই তাই আমাকে করতে হবে। অবশ্য অভিনয়শিল্পীদের নিজেদের চরিত্রের বাইরে গিয়েই অভিনয় করতে হয়। আমাকে ‘বিষফল’-এ দর্শক অন্যভাবে দেখবে। লিটু করিমের অনেকগুলো নাটক আমি করেছি। এই নাটকে ভিন্নতা আছে।’

নির্মাতা লিটু করিম বলেন, ‘সরকার মিডিয়ার কর্ণধার সরকার সুমনের কাছে আমি কৃতজ্ঞ ভালো কাজ করার সুযোগ করে দেয়ার জন্য। আশা করছি, ভালো একটি কাজ উপহার দিতে পারব এবং দর্শকও নাটকটি পছন্দ করবেন।’

ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :