মানিকগঞ্জে ১৪ জনের করোনা শনাক্ত

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৫ | প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৫

মানিকগঞ্জের ছয়টি উপজেলায় নতুন করে ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৭৩ জনে।

বুধবার বেলা ১১টার দিকে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা এ তথ্য নিশ্চিত করে জানান, ১৯ ও ২০ সেপ্টেম্বরে পাঠানো ১০৭ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। রিপোর্টে এদের মধ্যে নতুন করে ১৪ জনের দেহে করোনা পজেটিভ এসেছে।

জেলার সদর উপজেলায় সাতজন, ঘিওর উপজেলায় তিনজন, সাটুরিয়া, দৌলতপুর, শিবালয় ও সিংগাইর উপজেলায় একজন করে আক্রান্ত হয়েছেন। জেলায় এক হাজার ৪৭৩ জন রোগীর মধ্যে এক হাজার ২৯৩ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান ডা. রফিকুন্নাহার।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :