জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন চেমন আরা তৈয়ব

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৪ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়বকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১ অনুসারে তাকে এই নিয়োগ দেয জনপ্রশাসন মন্ত্রণালয়।

আদেশে বলা হয়েছে, মনোনয়নের তারিখ থেকে চেয়ারম্যানের কার্যকাল দুই বছর সময়ের জন্য বলবৎ থাকবে। তবে উক্ত মেয়াদ শেষ হবার পূর্বে সরকার ইচ্ছা করলে যেকোন সময়ে এ মনোনয়ন বাতিল করতে পারবে। তিনিও সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রে যেকোনো সময় স্বীয় পদ ত্যাগ করতে পারবেন। উক্ত নিয়োগ অবৈতনিক হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক ও অ্যাডভোকেট মমতাজ বেগম গত ১৬ মে মারা গেলে পদটি শূন্য হয়।

চেমন আরা তৈয়ব ২০০৮ সালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৭ সালে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/জেবি)