পাবনায় আনসারুল্লাহ বাংলাটিমের এক সদস্য গ্রেপ্তার

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি)’র এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের জঙ্গি প্রতিরোধে বিশেষ শাখা এন্টি টেররিজম ইউনিট। তার নাম আতিক হোসেন ওরফে রতন ওরফে বীর মুজাহিদ।

বুধবার বিকালে এন্টি টেররিজম ইউনিট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী বই ও মোবাইল উদ্ধার করা হয়েছে বলে জানায় বাহিনীটি।

গ্রেপ্তার আতিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে এন্টি টেররিজম ইউনিটকে জানিয়েছে, আনসারুল্লাহ বাংলা টিমের পরিকল্পনা অনুযায়ী ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠা করতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে অনলাইন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ, সমর্থন, এবং রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র’র সঙ্গে জড়িত থাকার অপরাধে তার বিরুদ্ধে সাঁথিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩)এর ৮,৯, ১০, ১৩ ধারায় (১৬ নং) মামলা করা হয়েছে।

ঢাকাটাইমস/২৩ সেপ্টেম্বর/এআর/ইএস