ধোনির ছক্কার বল কুড়িয়ে বাড়ি নিয়ে গেলেন এক ভক্ত

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:০১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
ছবি: সংগৃহীত

একসময় শারজায় ভারত-পাকিস্তান ক্রিকেটের উন্মাদনা ছিল তুঙ্গে৷ এবারের আইপিএল সেই শারজা ক্রিকেট স্টেডিয়াম প্রথম ম্যাচেই সাক্ষী থাকল হাইস্কোরিং ম্যাচের৷ একই সঙ্গে অভিনব ঘটনার৷ ম্যাচ জয়ের আশা না থাকলেও শেষ ওভারে তিনটি ছক্কা মারেন মহেন্দ্র সিং ধোনি৷ যার একটি ছক্কা স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়ে৷ আর সেখান থেকে বলটি কুড়িয়ে নিয়ে বাড়ির পথে হাঁটেন এক ব্যক্তি৷

মঙ্গলবার আইকনিক শারজা ক্রিকেট স্টেডিয়ামে ২০২০ আইপিএলের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস৷ শারজা স্টেডিয়ামের বাইশ গজে উজাড় করে দিলো ব্যাটসম্যানদের৷ ম্যাচে মোট ওঠে ৪১৬ রান। রয়্যালস ১৬ রানে থ্রিলার ম্যাচ জিতে নিলেও শেষ ওভারে ধোনির তিনটি ছক্কা ম্যাচের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে৷

রাজস্থান রয়্যালসের ইংরেজ পেসার টম কারেনের বোলিংয়ে ধোনির তিনটি ছক্কা মধ্যে দুটি স্টেডিয়ামের বাইর গিয়ে পড়ে৷ ধোনির ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গে ক্যামেরা লেন্স বলটিকে অনুসরণ করে৷ যাতে দেখা যায় বলটি এটি চলন্ত গাড়ির সামনে রাস্তায় মধ্যে পড়ে৷ সঙ্গে এক ব্যক্তি সেই বল কুড়িয়ে নিয়ে হাসতে হাসতে পালিয়ে যান৷

তারপর ধারাভাষ্যকাররা বলেন, ‘এক ফ্যান বলটি কুড়িয়েছে৷ কিন্তু সেটি ফিরিয়ে না দিয়ে নিয়ে চলে যান৷ মনে হয়, তিনি আজীবন বলটিকে মূল্যবান সম্পদ হিসেবে সংগ্রহে রাখবেন৷’

কোভিড-১৯ কারণে এবারের আইপিএল শুরু হয়েছে ছয় মাস পর৷ তাও আবার ভারতের বাইরে। ভারতে করোনা ক্রমশ বাড়তে থাকায় বিসিসিআই এবারের আইপিএল সংযুক্ত আরব আমিরাতে করার সিদ্ধান্ত নেয়৷ আমিরাতের তিনটি শহরে চলছে আইপিএলের ত্রয়োদশ সংস্করণ৷ কিন্তু কোভিড-১৯ সংক্রমণ রুখতে ম্যাচে দর্শক প্রবেশে অনুমতি দেয়নি সংযুক্ত আরব আমিরাতের সরকার৷ আইপিএলের মতো বিশ্বের অন্যতম বড় ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট লিগ হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে৷

(ঢাকাটাইমস/২৩ সেপ্টেম্বর/এসইউএল)