ভৈরবে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩২

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

ভৈরবে মাদকের মামলায় আদালতের রায়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রিপনকে(৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রিপন শহরের আমলাপাড়া গ্রামের হজরত আলীর ছেলে। বুধবার ভোরে ভৈরবপুর দক্ষিণ পাড়া বঙ্গবন্ধু সরণির আইস কোং মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে আড়াই হাজার বোতল ফেনসিডিলসহ ভৈরব রেলওয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন রিপন। কয়েক মাস হাজতবাস শেষে জামিনে বের হয়ে সেই মামলায় তিনি আর আদালতে হাজির হননি। আদালত ২০১৩ সালে তার অনুপস্থিতিতে ১০ বছরের কারাদণ্ডের রায় দেন। দীর্ঘ সাত বছর পর গোপন সংবাদের ভিত্তিতে বুধবার তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এসআই জাহাঙ্গীর আলম বলেন, রিপন গ্রেপ্তারের পর নিজের বাবার নামসহ ঠিকানা ভুল লেখায়। ফলে আদালত থেকে তার নামে ইস্যু করা গ্রেপ্তারি পরোয়ানা এলেও পুলিশ তাকে খুঁজে পায়নি। বুধবার ছবি শনাক্ত করে এবং গোপনভাবে তথ্য সংগ্রহ করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এছাড়াও রিপন ভৈরব থানায় একটি খুনের মামলাসহ ব্রাহ্মণবাড়িয়া, তেজগাঁও ও টঙ্গি থানায় চারটি মামলার আসামি।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/কেএম)