কুমিল্লায় নবাব ফয়জুন্নেসার মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৯

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লায় মহিয়সী নারী নবাব ফয়জুন্নেসা চৌধুরাণীর ১১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়। এ সময় বাংলার প্রথম ও শেষ মুসলিম নারী নবাবের অসংখ্য অবদান এবং শিক্ষায় বিশেষ অবদানের কথা স্মরণ করা হয়।

নবাব ফয়জুন্নেসার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল ফজল মীর।

আরো বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুজ্জামান, গবেষক অ্যাডভোকেট গোলাম ফারুক ও নারী নেত্রী পাপড়ী বসু, অভিভাদন পত্রিকার সম্পাদক আবুল হাসানাত বাবুল, কুমিল্লা কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়, কুমিল্লার চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক প্রত্নতত্ত্ব কর্মকর্তা ড. আতাউর রহমান ও ফয়জুন্নেসা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন প্রমুখ।

আয়াজ আবুদের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন নবাব ফয়জুন্নেসা স্কুলের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌসী মজুমদার।

এ সময় বক্তারা বলেন, নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছিলেন একজন প্রজাহিতৈষী সুশাসক. রক্ষণশীল মুসলিম পরিবারে বেড়ে উঠলেও তিনি ছিলেন বিদ্যানুরাগী। ছিলেন সমাজ সংস্কারক। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন সমাজে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি নারী শিক্ষা প্রচার ও নারীদের নাগরিক এবং রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন করে অর্থনৈতিকভাবে স্বাধীন হতে উৎসাহিত করেছেন।

এদিকে নবাব ফয়জুন্নেসা চৌধুরাণীর জন্মস্থান জেলার লাকসামেও তার ১১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এলএ)