চার ম্যাচ নিষিদ্ধ ডি মারিয়া

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫৬

পিএসজির-মার্শেই ম্যাচের চর্চা এখনো অব্যাহত। সেই ম্যাচে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নেইমারসহ দুই দলের পাঁচ খেলোয়াড় বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হয়েছিলেন। আর অধিকতর তদন্তের পর পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল ডি মারিয়ার ওপরও এবার নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছে। পিএসজি এবং মার্শেই খেলোয়াড়দের মাঝে হাতাহাতির সময় অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য তাকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে লিগ কমিটি।

নিষিদ্ধ হওয়া অন্য পাঁচ খেলোয়াড় ম্যাচেই লাল কার্ড দেখেছিলেন, তাই তাদের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছে। আর ডি মারিয়ার বিষয়টি মাঠের রেফারি এবং ভিএআরের চোখ এড়িয়ে যায়। তবে মার্শেই কোচ আন্দ্রে ভিলাস বোয়াস ম্যাচের পরপরই ডি মারিয়ার বিরুদ্ধে মার্শেইয়ের এক খেলোয়াড়কে উদ্দেশ্য করে থুতু নিক্ষেপের অভিযোগ এনেছিলেন। আর সেই অভিযোগের ভিত্তিতে ডি মারিয়াকে ২৩ সেপ্টেম্বর তলব করেছিল লিগ কমিটি।

থুতু নিক্ষেপের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাকে ডেকেছিল লিগ কমিটি। তবে নিষেধাজ্ঞার জন্য আনুষ্ঠানিকভাবে কোনো কারণ উল্লেখ করেনি লিগ কমিটি। আগামী মঙ্গলবার থেকে শাস্তি কার্যকর হবে। তাই রবিবারে লিগে রেইমের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন ডি মারিয়া। তবে এরপর অ্যাঙ্গার্স, নিমস, দিয়ন, নতেঁ-র বিরুদ্ধে ম্যাচগুলোতে খেলতে পারবেন না তিনি।

আর মার্শেই ডিফেন্ডার আলভারো গঞ্জালেজের বিরুদ্ধে নেইমারের বর্ণবাদী আচরণের অভিযোগের ব্যাপারে এখনো তদন্ত চলছে। ৩০ সেপ্টেম্বর লিগের ডিসিপ্লিনারি কমিটির বৈঠকের পর সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত আসতে পারে।

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

আইপিএলে একই ম্যাচে জরিমানা গুনলেন দুই অধিনায়কই

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়: অনুপস্থিত পাঁচ ক্রিকেটার

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরে স্মৃতিকাতর শাহরিয়ার নাফিস, আছে আক্ষেপও

রোনালদো নেই, সাদিও মানের জোড়া গোলে আল নাসরের জয়

সেমিফাইনালের আগে নিষেধাজ্ঞায় এমিলিয়ানো মার্টিনেজ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

এই বিভাগের সব খবর

শিরোনাম :