মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৯ | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৫

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শাহিনুর ইসলাম (২৮) নামে এক মাদকাসক্ত সন্তানকে প্রশাসনের কাছে তুলে দিয়েছেন তার মা সাহেরা খাতুন। বুধবার রাতে জেলার তেঁতুলিয়া উপজেলাধীন শালবাহান ইউনিয়নের ভেল্কুগছ গ্রামে শাহিনুর ইসলামকে প্রশাসনের কাছে তুলে দেন তার মা সাহেরা বেগম৷

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক।

বুধবার রাতে শাহিনুর মাদক না পেয়ে বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করে এবং তার স্ত্রী, সন্তানকে মারধর করতে শুরু করে।

তাছাড়া শাহিনুর মাদকের টাকা না পেলে প্রায়ই এমন মারধর করতো তার ছেলে সন্তানদের উপর। পরে তার মা উপজেলা প্রশাসনকে মুঠোফোনে জানালে, খবর পেয়ে তৎক্ষণাৎ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক ঘটনাস্থলে ছুটে যান।

পরে আটক করা হলে তার মা ও স্ত্রীকেও মারধর করার কথা স্বীকার করেন ওই যুবক। সঙ্গে সঙ্গে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০০ টাকা জরিমানা ও বিনাশ্রমে এক বছর ১০ মাস কারাদণ্ডে দন্ডিত করা হয়।

এ সময় তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক বলেন, আমরা মাদকাসক্ত যুবক শাহিনুর ইসলামের মা সাহেরা বেগমের মুঠোফোনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার কাছে মাদকদ্রব জব্দ করি এবং সে মাদক না পেয়ে তার সন্তান, স্ত্রী ও তার মাকে মারধর করে বাড়িঘর ভাঙচুর করে।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :