কুমিল্লায় হ্যাকার চক্রের তিন সদস্য আটক

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২০:২৩ | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৩

কুমিল্লায় অনলাইন পেমেন্ট সিস্টেম হ্যাকিং প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিন (র‌্যাব)। বৃহস্পতিবার রাতে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কংগাইশ গ্রামে র‌্যাব বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটকের সময় হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, পেনড্রাইভ, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেক বই জব্দ করা হয়। এছাড়া হ্যাকিংয়ের মাধ্যমে সংগ্রহকৃত দুই লাখ ৩৯ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

আটক তিন ব্যক্তি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার কংগাইশ গ্রামের শাহাদাৎ হোসেন ওরপে শিহাব (২৫), একই গ্রামের মাইনুল ইসলাম (২৫) ও মাহবুবুল আলম ওরপে আবির (২৫)।

বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাবিক তথ্যটি নিশ্চিত করে জানান, প্রতারক চক্রটি দীর্ঘদিন বিশ্বের বিভিন্ন দেশের অনলাইন পেমেন্ট সিস্টেমগুলো ব্যবহার করে অনলাইনে কেনাকাটা, বিভিন্ন বিল পে করা, বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের টিউশন ফি পেমেন্ট ডিসকাউন্ট অফার করে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :