রাশিয়ার দুই কূটনীতিককে বহিষ্কার করল বুলগেরিয়া

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২০, ২০:২৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে রাশিয়ার দুই কূটনীতিককে বহিষ্কার করেছে বুলগেরিয়া। রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহ করে রুশ সামরিক গোয়েন্দা সংস্থার কাছে পাঠানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার এই সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। খবর অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।  

বহিষ্কার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে তাদের বুলগেরিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বুলগেরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোফিয়াতে অবস্থিত রুশ দূতাবাসকে রাষ্ট্রীয়ভাবে বরখাস্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। প্রাক-বিচার তদন্তে গত চার বছরে দুই রুশ নাগরিক গোয়েন্দা তৎপরতায় লিপ্ত ছিলেন এবং সেনাবাহিনীকে আধুনিকীকরণের তথ্য সংগ্রহের চেষ্টা করেছেন বলে প্রমাণিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, তাদের এসব তৎপরতার লক্ষ্য ছিল সরকারি ও রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহ করে রুশ সামরিক গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো।

কূটনৈতিক দায়মুক্তি থাকায় এই দুই রুশ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনা যায়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/এনএইচএস/ইএস)