আইপিএলে শচীনের রেকর্ড ভাঙলেন রাহুল

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:২৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

আইপিএলে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দ্রুততম ২০০০ রানের মালিক হলেন লোকেশ রাহুল। বৃহস্পতিবার দুবাইয়ে ত্রয়োদশ আইপিএলের দ্বিতীয় ম্যাচে এই অনন্য নজির গড়লেন কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ২০০০ রানের গণ্ডি পেরোনোর পথে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের আট বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রাহুল।

এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দ্রুততম ২০০০ রানের নজির ছিল শচীন টেন্ডুলকারের দখলে। ২০১২ আইপিএল মৌসুমে ৬৩ ইনিংসে ২ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি। সেই নজির ভেঙে আইপিএলে এদিন ৬০ ইনিংসে ২ হাজার রানের গণ্ডি ছুঁলেন রাহুল। দুবাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই মাইলস্টোনে পৌঁছালেন তিনি।

বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় ওভারে আরসিবি ফাস্ট বোলার ডেল স্টেইনের ডেলিভারি বাউন্ডারিতে পাঠিয়ে আইপিএলে ২০০০ রানের এলিট ক্লাবে নাম লিখিয়ে নেন সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের অন্যতম ক্রিকেটার। ২০১৮ সালে কিংস ইলেভেন পাঞ্জাবে যোগদানের পর থেকেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে ফর্মের তুঙ্গে রয়েছেন ২৮ বছরের এই ক্রিকেটার। গত মৌসুমে ১৪টি লিগ ম্যাচে ১টি শতরান এবং ৬টি অর্ধশতরান সহযোগে ৫৯৩ রান এসেছিল রাহুলের ব্যাট থেকে। সর্বোচ্চ অপরাজিত ১০০।

ফল স্বরূপ গত বছরের অধিনায়ক রবীচন্দ্রন অশ্বিন এবার দলবদল করায় ফ্র্যাঞ্চাইজি টিম ম্যানেজমেন্ট রাহুলের হাতে নেতৃত্বের ভার তুলে দিতে দুবার ভাবেনি। যদিও আইপিএলে দ্রুততম ২০০০ রানের নজিরটি অবশ্যই রাহুলের ফ্র্যাঞ্চাইজি সতীর্থ ক্রিস গেইলের দখলে (৪৮ ইনিংস)। বৃহস্পতিবার দুবাইয়ে টস জিতে কিংস ইলেভেন পাঞ্জাবকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আরসিবি অধিনায়ক বিরাট কোহলি।

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/এসইউএল)