নোয়াখালী আদালতের নাজিরসহ চারজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২০, ২২:১৪

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

অবৈধ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নোয়াখালী জেলা জজ আদালতের নাজির মোহাম্মদ আলমগীর  ও তার স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুদক। এ ঘটনায় আদালতপাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর এ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালীর উপ-পরিচালক জাহাঙ্গীর আলম নোয়াখালী জেলা ও দায়রা জজ সালাহ উদ্দিন আহাম্মেদের আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।

অন্য আসামিরা হচ্ছেন- আলমগীরের স্ত্রী নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল পেশকার নাজমুন নাহার, আলমগীরের বোন আফরোজা আক্তার ও তার বন্ধু বিজন ভৌমিক।

এ বিষয়ে আলমগীর জানান, চার্জশিট দাখিলের বিষয়টি তিনি শুনেছেন।

দুদক নোয়াখালী উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, গত বছর আগস্ট মাসে মোহাম্মদ আলমগীর ও তার স্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করেন তিনি। দীর্ঘ এক বছর তদন্ত শেষে তার ও তার স্ত্রীর নামে বেনামে সাত কোটি ১৭ লাখ ৩৫ হাজার ৬২৫ টাকার অবৈধ সম্পদ, প্রতারণামূলকভাবে মানি লন্ড্রারিং কার্যক্রমে সম্পৃক্ত থাকা, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্থ আয় এবং ব্যাংক হিসাবে ৩৭ কোটি টাকার অবৈধ লেনেদেনের প্রমাণ মিলেছে।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এলএ)