মনপুরায় ঢাকার কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৯

ভোলার মনপুরা উপজেলায় গভীর রাতে এক ব্যবসায়ী বাড়ি ফেরার পথে গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টাকালে ঢাকা থেকে আসা কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন বরিশালের বাকেরগঞ্জ জেলার কৃষ্ণকাঠি গ্রামের বাসিন্দা বাদল মৃধার ছেলে হৃদয় (১৮) ও নরসিংদী জেলার বাসিন্দা রাজু মিয়ার ছেলে এছহাক (১৮)। তারা বর্তমানে ঢাকার হেমায়েতপুর বসবাস করে। তবে এ ঘটনায় তাদের সাথে থাকা কিশোর গ্যাংয়ের আরো দুই সদস্য শুভ ও ফরহাদকে আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মনপুরার মুদি ব্যবসায়ী নুরনবী অরুণ বাড়ি ফেরার পথে হরিবাড়ি সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী নুরনবী অরুন জানান, রাত সাড়ে ১২টার দিকে তিনি তুলাতলী বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় ঢাকা থেকে আসা ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা হরিবাড়ির সামনে রাস্তার দুই পাশে রশি টানিয়ে তাকে গতিরোধ করে তার কাছে থাকা টাকা ও অন্যান্য মালামাল ছিনাতাইয়ের চেষ্টা করে। তিনি চিৎকার দিলে রাস্তার পাশে থাকা স্থানীয়রা ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় কিশোর গ্যংয়ের এক সদস্য পুকুরে পড়ে গেলে তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। পরে তার দেয়া তথ্য অনুযায়ী আরো এক সদস্যকে আটক করে পুলিশ।

আটক কিশোর গ্যাংয়ের সদস্য হৃদয় জানান, স্থানীয় শুভ নামে এক কিশোরের সহযোগিতায় তারা তিনজন ঢাকা থেকে চার দিন আগে মনপুরায় আসে। গত তিন দিন ধরে তারা ওই ব্যবসায়ীর গতিবিধি পর্যবেক্ষণ করে। পরে বৃহস্পতিবার রাতে তারা চারজন মিলে পরিকল্পনা করে ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, আটক কিশোর গ্যাংয়ের সদস্য হৃদয়ের তথ্যমতে অভিযান চালিয়ে অপর সদস্য এছহাককে আটক করা হয়েছে। তবে ঘটনার সাথে জড়িত অপর দুই সদস্য শুভ ও ফরহাদকেও আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :