সৌদি পৌঁছেছেন ৩০২ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৬

উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে অবেশেষে সৌদি আরব পৌঁছেছেন ৩০২ বাংলাদেশি। সাউদিয়া এয়ারলাইনসে করে গতকাল বাংলাদেশ সময় রাত ৩টা ২০ মিনিটে সৌদি আরব পৌঁছায় এসব প্রবাসী।

বিমানবন্দরের একটি সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার দিবাগত রাত ফ্লাইটিটি ঢাকা ছেড়ে যাওয়ার পর রাত ৩টা ২০ মিনিটে সৌদি বিমানবন্দরে অবতরণ করে।

করোনা মহামারিতে দেশে এসে আটকা পড়াসহ ছুটিতে দেশে আসা সৌদি প্রবাসীদের অনেকের কর্মস্থলে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। সৌদি সরকারের অনুমতি, টিকিট সংকটসহ ভিসা ও আকামার মেয়াদ বাড়ানো নিয়ে প্রায় সপ্তাহখানেক নানা সমস্যার পর সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় সমস্যার সমাধান হয়। এসব সমস্যা সমাধানের পরও করোনা পরীক্ষা নিয়ে উদ্বেগের মধ্যে কাটে গতকালের সাউদিয়া এয়ারলাইনসের ফ্লাইটের যাত্রীদের।

জানা যায়, এ ফ্লাইটের অনেক যাত্রী বৃহস্পতিবার টিকিট হাতে পায়। এদের অনেক যাত্রীকেই গতকাল করোনাপরীক্ষার স্যাম্পল দিতে হয়। সন্ধ্যা ৬টায় বিমানবন্দরে প্রবেশ করতে বলা হলেও করোনার পরীক্ষার ফলের জন্য তাদের অপেক্ষা করতে হয়। এমন দো-টানার মধ্যেই কিছু যাত্রী বিমানবন্দরে চলে যান। প্রায় ১৫ জনের মত যাত্রী মহাখালীতে করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল নিয়ে রাত ৯টার পর বিমানবন্দরে প্রবেশ করেন।

এদিকে আজ সৌদিগমেনেচ্ছু ৪৫০ জনকে দেওয়া হচ্ছে সৌদি এয়ারলাইন্সের টিকিটি। ৮৫১ থেকে এক হাজার ২০০ পর্যন্ত টোকেনধারীদের এ টিকিট দেওয়া হচ্ছে। সৌদি এয়ারলাইন্স সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৮৫১ থেকে এক হাজার ২০০ নম্বর টোকেনধারীদের ২৬ সেপ্টেম্বর টিকিট দেওয়া হচ্ছে। এক হাজার ২০১ থেকে এক হাজার ৫০০ নম্বর টোকেনধারীদের আগামী ২৭ সেপ্টেম্বর সৌদি অ্যারাবিয়ার টিকিট দেওয়া হবে।

এর আগে সকালে টিকিটের জন্য কাওরানবাজার এলাকায় সড়ক অবরোধ করেন সৌদি গমনেচ্ছুপ্রবাসীরা। সকাল পৌনে ১০টার দিকে প্রথম দফায় সড়ক অবরোধ করে প্রবাসীরা। পরে পুলিশ প্রবাসীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে তারা সড়কের পাশে দাঁড়িয়ে সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য টোকেন দেওয়ার দাবিতে নানা স্লোগান দেন। তারা দ্রুত টোকেন দেওয়ার জন্য সৌদি এয়ারলাইন্সের প্রতি দাবি জানান।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এনআই/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :