‘অপরাজেয় মুজিব’ স্মরণিকার মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫২ | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত ‘অপরাজেয় মুজিব’ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার সকালে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়াম হলে এ মোড়ক উন্মোচন করা হয়।

ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. এ. কে. এম. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি নেতা কাজী ফিরোজ রশীদ। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. শাশ্বত ধর সম্রাট।

প্রধান অতিথির বক্তব্যে কাজী ফিরোজ রশীদ বলেন, ‘বঙ্গবন্ধু এই জাতিকে শুধু স্বাধীনতার স্বপ্ন দেখাননি। বরং তিনি এদেশকে স্বাধীন দেশ উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীন করেছি। যুদ্ধ শেষে বঙ্গবন্ধুর পায়ের নিচে অস্ত্র জমা দিয়ে দেশ গঠনে কাজ শুরু করি।‘

মোড়ক উন্মোচন শেষে কাজী ফিরোজ রশীদ হাসপাতালের জরুরি বিভাগ, চেস্ট পেইন ইউনিট (সিপিইউ), পোস্ট অপারেটিভ ওয়ার্ড উদ্বোধন করেন।

ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গভর্নিং বডির সদস্য গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা বাংলাদেশ নামক দেশটির স্বাধীনতা পেয়েছি। আর বাঙালি জাতির যত অর্জন সব কিছুই বঙ্গবন্ধুর হাত ধরে এসেছে। বঙ্গবন্ধু অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার লক্ষ্যে বঙ্গকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পাশে থেকে অনুসরণ করুন।‘

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান ও ঢাকা- ৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশীদ, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. ইফফাত আরা, গভর্নিং বডির সদস্য গাজী সারোয়ার হোসেন বাবু, হাজী মো. সেলিম, আইয়ুব আলী খান, ড. মো. ইউনুস আলী আকন্দ, ডা. মো. শফিকুর রহমান, ডা. মিজানুর রহমান কল্লোল, ডা. মাকসুদুল আলম, অধ্যাপিকা ডা. ওয়ানাইজা রহমান, ডা. বিমল কুমার আগরওয়ালা প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/কারই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

​​​​​​​যাত্রীদের নিরাপত্তায় কমলাপুর স্টেশনে র‍্যাবের নিয়ন্ত্রণ কক্ষ

ছুটির দিনে রাজধানীর বিপণি কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়

বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

এই বিভাগের সব খবর

শিরোনাম :