প্রধানমন্ত্রী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৫

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর প্রমাণ করেছেন, আপনি যে দলেরই হোন না কেন কেউ আইনের ঊর্ধ্বে নয়।'

শনিবার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধুকে খুন করলেও তার বিচার হবে না এ ধরনের আইন এই দেশের পার্লামেন্টে গৃহীত হয়েছিল। দীর্ঘ ২১ বছর পর বঙ্গবন্ধুকন্যা সরকারে আসার ফলে সেই ঘৃণিত আইন দূর করা হয়।'

শেখ হাসিনা ক্ষমতায় থাকায় দেশের গরিব মানুষের মুখে হাসি ফুটেছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'একটা সময় এ দেশে শিক্ষার্থীদের সেশন জট লেগে থাকতো। এখন সব পরীক্ষা টাইমলি হয়। দেশে এখন ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন। এখন হরতাল-অবরোধের ঝামেলা তাদের নেই।'

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্ন অর্জন করা সম্ভব হবে।

মোমেন বলেন, 'শেখ হাসিনা যদি জীবিত না থাকতেন আমাদের এই আশা কখনও পূরণ হতো না। শেখ হাসিনার সরকার আছে বলেই এখন জনগণ কিছু পায়।'

পরপর তিনবার শেখ হাসিনা সরকারকে নির্বাচিত করায় দেশের জনগণকে ধন্যবাদ জানান মোমেন।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এনআই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :