১০ অক্টোবরের মধ্যে শ্রীলঙ্কা সফরের আশা বিসিবির

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৭ | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৫

সবকিছু ঠিক থাকলে আগামীকাল (রবিবার) শ্রীলঙ্কা সফরে যেত বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু শ্রীলঙ্কা বোর্ডের দেয়া কোয়ারেন্টাইন নিয়ম নিয়ে বিসিবির আপত্তি থাকায় সিরিজটি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে, সিরিজ নিয়ে দুই বোর্ডই ইতিবাচক। চলতি সপ্তাহেই সিরিজ সম্পর্কে চূড়ান্ত তথ্য জানাতে পারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তেমনটি হলে অক্টোবরের ৭ থেকে ১০ তারিখের মধ্যে শ্রীলঙ্কা সফরে যেতে পারে বাংলাদেশ দল। শনিবার সংবাদমাধ্যমকে এমনটি জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।

আকরাম খান বলেছেন, ‘ওরা আশা করেছিল যে, গতকাল ওদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাবে। কিন্তু পায়নি। আগামী দুই-তিন দিনের মধ্যে ওরা আমাদের সিরিজ সম্পর্কে জানাবে বলে আশা করছি। ওরাও চেষ্টা করছে। এখানে ওদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা ব্যাপার আছে। শ্রীলঙ্কা বোর্ডও চাচ্ছে যত দ্রুত সম্ভব আমাদের একটি গাইডলাইন দিতে।’

তিনি আরো বলেন, ‘সিরিজ নিয়ে আমরা পজিটিভ। ওরাও পজিটিভ। আগামী সোমবার বা মঙ্গলবার হয়তো একটা রেজাল্ট চলে আসবে। যদি সবকিছু পজিটিভলি হয় তাহলে আগামী ৭ থেকে ১০ তারিখের মধ্যে আমরা যেতে পারি।’

নির্ধারিত সময়ে সফর শুরু না হওয়ায় সিরিজের ম্যাচ সংখ্যা কমানো হবে কিনা? এমন প্রশ্নের উত্তরে আকরাম খান বলেন, ‘ওদের যে একটা ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট হওয়ার ছিল সেটা হচ্ছে না। ওদের কাছেও সময় আছে। আমাদেরও সময় আছে। ওদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট যেহেতু হচ্ছে না সেহেতু ম্যাচ তিনটাই হবে। এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই।’

তিনি বলেন, ‘ওদের কাছ থেকে অফিসিয়ালি কোনো ইমেইল এখনো আমাদের কাছে আসেনি। অফিশিয়ালি ছাড়া বাইরে কি হচ্ছে না হচ্ছে এসব নিয়ে কিছু বলতে পারব না। আমরা ট্যুরে যেতে মরিয়া না। আমরা যদি ওইরকম মনোভাব থাকতো তাহলে এতদিন চলেই যেতাম। আমাদের খেলোয়াড়রা যেন মানসিকভাবে ক্লান্ত না থাকে, ওরা যেন নিজেদের মধ্যে থেকে সেরা পারফরম্যান্স বের করে আনতে পারে আমরা সেটাই চাই। ওখানে গিয়ে ভালো পারফরম্যান্স করার জন্য যা যা করা দরকার সেগুলোই এখন আমরা করছি।’

(ঢাকাটাইমস/২৬ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :