কুমিল্লায় বিদেশি মদ পরিবহনকালে গ্রেপ্তার ২

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৩

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লায় পিকআপে করে বিদেশি মদ পরিবহনকালে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার সদর দক্ষিণ উপজেলার উলন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে র‌্যাব কার্যালয় থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হচ্ছে- কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার পোশাই গ্রামের শাহীন আলম ওরফে শাহীন (২৭) এবং আলী আসগর ওরফে সোহাগ (২৬)।

র‌্যাব জানায়, গোপন সংবাদে সদর দক্ষিণ উপজেলার উলন এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এসময় ওই পিকআপ থেকে ৭৭ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

কুমিল্লাস্থ র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন যাবত কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এলএ)