শুনানিকালে এজলাসের গেটে দাঁড়িয়ে চুরি, হাতেনাতে গ্রেপ্তার দুই

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রতীকী ছবি

নেত্রকোনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল ম্রংয়ের আদালতে হাজিরা দিতে আসা এক ব্যক্তির পকেট থেকে টাকা চুরির সময় দুই ব্যক্তি হাতেনাতে গ্রেপ্তার হয়েছে। আটককৃত সাগর মিয়া ও বিপুল মিয়ার বাড়ি নেত্রকোনার কাটলি এলাকায়।

ঘটনাটি ঘটেছে গত ১৭ সেপ্টেম্বর। আদালত সূত্রে জানা গেছে,  ওইদিন বেলা পৌণে ১২টার দিকে বিচারক সোহেল ম্রংয়ের আদালতে হাজিরা দেওয়ার জন্য চান মিয়া নামে ব্যক্তি এজলাসের দরজায় দাঁড়িয়ে ছিলেন। তখন ভিড়ের মধ্যে তার পকেট থেকে সাগর মিয়া টাকা চুরি করে। কিন্তু পকেট থেকে টাকা বের করতে গেলে মাটিতে পড়ে যায়। তখন আশেপাশের লোকজন দেখে সাগরকে ধরে ফেলে। এসময় সাগরকে ছাড়াতে আসা বিপুলকেও আটক করা হয়।

পরে আদালত চলা চলাকালীন সময় পুলিশের কোর্ট ইন্সপেক্টর খাইরুল ইসলাম বিচারক সোহেল ম্রংয়ের কাছে এদের দুজনকে হাজির করেন। পরে বিচারক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কোর্ট ইন্সপেক্টরকে নির্দেশ দেন। পরে এই ঘটনায় খাইরুল ইসলাম নেত্রকোনা সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/বিইউ)