মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচন দুজনের মনোনয়নপত্র বৈধ

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৩

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস

মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুজন প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার বৈধ ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন।

জেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিছবাহুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক ব্রিটিশ কাউন্সিলার এমএ রহিম (সিআইপি)। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর।

জেলার ৭টি উপজেলার ১৫টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ২০ অক্টোবর ভোটাররা তাদের ভোট দেবেন।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ১৮ আগস্ট মঙ্গলবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ফলে জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শূন্য হয়।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এলএ)