‘নদী ভাঙন রোধে পরিকল্পিতভাবে কাজ করছে সরকার’

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:০১

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে নিমজ্জিত বাংলাদেশের নদীর ভাঙন রোধ ও নদী শাসনে পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনার সরকার।

শনিবার বেলা ১২টায় লালমনিরহাট সদর ও আদিতমারী উপজেলার বন্যা ও নদী ভাঙন এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, এই তিস্তা নিয়ে আমাদের সরকারের প্রধানমন্ত্রী নেতৃত্বে এইগুলো নদী নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। এটা বললেই রাতারাতি সমস্যার সমাধান হয় না। আমাদের পাশের রাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে হবে। আলোচনা করে এগুলো কাজ আমরা করতে চাই। যেহেতু ট্রান্স বাউন্ডারি নদী। এগুলোতে ইন্টারন্যাশনাল রুলস আছে। এগুলোতে কাজ করতে হলে যেখান থেকে নদীটা আসে তাদের সাথে আলোচনা করতে হয়। তাদের আলোচনা অব্যাহত আছে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি।

এসময় জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :