রিকশা-ভ্যান নিবন্ধন-নবায়নের সময় বাড়ালো ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রিকশা-ভ্যান-ঠেলাগাড়ি-টালিগাড়ি ও ঘোড়ার গাড়ির নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তনের সময় তিন দিন বাড়িয়েছে নগর কর্তৃপক্ষ। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তনের জন্য আবেদনপত্র সংগ্রহ করা যাবে। একই সঙ্গে আবেদনপত্র জমা দেয়া মেয়াদ চার দিন বাড়িয়ে ১ অক্টোরব করা হয়েছে।

শনিবার ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা এবং মুখপাত্র আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মহোদয়ের নেতৃত্বে রিকশা-ভ্যানসহ ডিএসসিসি এলাকায় অযান্ত্রিক বাহনগুলোর নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তনের যে কার্যক্রম শুরু করেছি, আমরা তাতে অভূতপূর্ব সাড়া পেয়েছি। এরই ধারাবাহিকতায় আমাদের কাছে রিকশা মালিকদের বেশ কয়েকটি সংগঠন ও রিকশাচালকরা নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তনের সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছেন। আবেদনপত্র সংগ্রহের সময়সীমা তিন দিন বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। একই সঙ্গে সেসব আবেদন জমাদানের সময়সীমা চার দিন বাড়িয়ে পয়লা অক্টোবর পর্যন্ত করা হয়েছে।’

এদিকে ডিএসসিসি প্রধান রাজস্ব কর্মকর্তা জানান, গত ১৩ সেপ্টেম্বর শুরু হওয়া আবেদনে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিনে এক লাখ ৪৫ হাজার ২৪৮টি আবেদনপত্র সংগ্রহ করেছেন রিকশা-ভ্যান মালিকরা।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর নগর ভবন প্রাঙ্গণে ডিএসসিসি এলাকায় অযান্ত্রিক যানবাহনের নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। এসময় নিবন্ধিত অযান্ত্রিক যানবাহন ছাড়া আর কোনো অযান্ত্রিক যানবাহনকে ঢাকা শহরে চলাচল করতে দেয়া হবে না বলে জানিয়ে বলেছিলেন তিনি। এই নিবন্ধন কার্যক্রমের মাধ্যমে ধীরগতির যানবাহনগুলো যেমনি নিবন্ধনের আওতায় আসবে তেমনি নিয়মের আওতায়ও আসবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি মেয়র।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপির

স্থপতি ইনস্টিটিউটে মসজিদ স্থাপত্য নিয়ে সেমিনার 

এই বিভাগের সব খবর

শিরোনাম :