তিন দিনের বিশ্রামে তামিম-মুমিনুলরা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৫

শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় জাতীয় দলের খেলোয়াড়রা অনুশীলনে তিন দিন বিশ্রাম পাচ্ছেন। এ সময়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ট্যুর সম্পর্কে একটা পরিষ্কার চিত্র হয়তো পাবে।

শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে গত ১৯ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারের স্কিল অনুশীলন শুরু হয়েছিল। খেলোয়াড়দের স্কিল অনুশীলনে তিন দিনের বিরতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে, অনুশীলন না থাকলেও পরিবারের কাছে যেতে পারবেন না কোনো ক্রিকেটার। এ তিন দিন জৈব-সুরক্ষা পরিবেশে তাদেরকে হোটেলেই থাকতে হবে।

শনিবার ও রবিবার শ্রীলঙ্কায় সরকারি ছুটি হওয়ায়, সফর নিয়ে আগামী সোমবার বা মঙ্গলবার চূড়ান্ত সিদ্বান্ত জানার আশা করছে বিসিবি।

গত বৃহস্পতিবার রাতে এসএলসির প্রধান নির্বাহি অ্যাশলে ডি সিলভা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ‘কোভিড নির্দেশিকা যদি বিসিবি মানতে রাজি না হয় তাহলে এ বছর সিরিজটি আমাদের স্থগিত করতে হবে। তবে আগামী বছর বা পরের বছর সিরিজটি আয়োজনের চিন্তা করব।’

কিন্তু এ বিষয়ে লিখিত চিঠি বা ইমেইল চাইছে বিসিবি। পরবর্তীতে এ বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাবে বিসিবি। এমনটি জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।

শনিবার মিরপুরে সংবাদমাধ্যমকে আকরাম খান বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি ও মেইল এখনো পাইনি। আনুষ্ঠানিকভাবে কোনো কিছু না আসলে, বাইরে কি হচ্ছে, সে সর্ম্পকে আমি কিছুই বলতে পারব না।’

আকরাম আরও বলেন, ‘আমি মনে করি, শ্রীলঙ্কাও এ সফর নিয়ে আশাবাদী। শনিবার ও রবিবার শ্রীলঙ্কায় সরকারি ছুটি হওয়ায়, সফর নিয়ে আগামী সোমবার বা মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে শ্রীলঙ্কা। যদি সবকিছু ইতিবাচক থাকে তবে আমরা আগামী মাসের ৭-১০ তারিখের মধ্যে শ্রীলঙ্কায় যেতে পারি।’

যদি কোনো কারণে সফর না হয়, তবে বাংলাদেশ বিকল্প পরিকল্পনা ভেবে রেখেছে বলে জানান আকরাম। তিনি বলেন, ‘যদি সফর না হয়, আমাদের সভাপতি বলেছেন, আমরা ঘরোয়া ক্রিকেট শুরু করব। আমরা বিকল্প পরিকল্পনা করব। আমরা যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত এবং এটি নিয়ে আমরা চিন্তিত নই। কারণ সফর না হলে আমাদের কি করতে হবে, সে সম্পর্কে আমাদের পরিকল্পনা রয়েছে।’

তিনি বলেন, ‘ক্রিকেটারদের তিন দিনের বিশ্রাম দেয়া হয়েছে। যেহেতু সাত-আট দিন হয়ে গেছে ক্রিকেটারদের অনুশীলন। তাদেরও একটু বিশ্রাম দরকার। তবে, শ্রীলঙ্কায় সিরিজে খেলোয়াড়রা যেন সেরাটা দিতে পারে সেজন্যই আমরা কাজ করছি।’

(ঢাকাটাইমস/২৬ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :