ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৬

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার দুর্লভপুর গ্রামের তিসলা সাখাইকুড়া বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আলিম (২০) ও রনি (১০) নামে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই ঘটনায় আব্দুর রউফ (২৫) নামে একজনের শরীর ঝলসে গেছে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃত আলিম উদ্দীন রানীশংকৈল উপজেলার দুর্লভপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে এবং রনি একই গ্রামের নাসিরুল ইসলামের ছেলে। আহত আব্দুর রউফ একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বৃষ্টিপাতের সময় আলিমসহ অন্যরা বাড়ির অনতি দূরে তিশলা সাখাইকুড়া বিলে জাল দিয়ে মাছ ধরছিল। বিকাল ৩টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলে আলিম ও শিশু রনি মারা যায় এবং রউফের শরীর ঝলসে যায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতির আশঙ্কায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফিরোজুল ইসলাম জানান, ঝলসে যাওয়া রোগীর অবস্থা আশঙ্কাজনক।

রানীশংকৈল থানার এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :