হোয়াটসঅ্যাপ কি আসলেই সুরক্ষিত?

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১২:৪১

ফেসবুকের মালিকানাধীন হোয়াসটঅ্যাপ দাবি করছে হোয়াটসঅ্যাপে বার্তা এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত। কেবল যে দুইজনের মধ্যে কথা হচ্ছে তার বাইরে সেই কথোপকথনের নাগাল আরও কারও পক্ষে পাওয়া সম্ভব নয়। এমনকী, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের পক্ষেও নয়।

হোয়াটসঅ্যাপ যে কোনও তথ্য ফাঁস করতে পারে না, সেকথা জানিয়ে বৃহস্পতিবার সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, ‘এটা মনে রাখতে হবে হোয়াটসঅ্যাপে সাইন আপ করার সময় কেবল একটি ফোন নম্বর দিতে হয়। এবং হোয়াটসঅ্যাপ কখনওই আপনার মেসেজ পড়তে পারে না।

পাশাপাশি তিনি আরও বলেন, তারা চান মানুষ ফোনের অপারেটিং সিস্টেম থেকে প্রাপ্ত সব রকমের নিরাপত্তাসূচক ফিচারের সুবিধা নিন। এর মধ্যে শক্তিশালী পাসওয়ার্ড কিংবা বায়োমেট্রিক আইডির মতো সুরক্ষা ব্যবস্থাও রয়েছে। যার সাহায্যে কোনও তৃতীয় পক্ষকে ফোনের তথ্যের নাগাল পাওয়া থেকে রুখে দেওয়া সম্ভব।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এজেড

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা