‘১৪ দিনের কোয়ারেন্টাইন মেনে শ্রীলঙ্কা সফর সম্ভব নয়’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:২১

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে জলঘোলা কম হয়নি, দুই দেশের ক্রিকেট বোর্ডের দরকষাকষিতে সিরিজ বাতিল হওয়ার গুজব তুঙ্গে। নিজ দেশের কোভিড-১৯ টাস্কফোর্সের নিয়ম ভাঙতে পারবে না শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি)। তারা চাইছে, ১৪ দিনের কোয়ারেন্টিন মেনে লঙ্কা সফর করুক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু ১৪ দিন কোয়ারেন্টাইনে থেকে সফর করতে নারাজ বাংলাদেশ। এত দিন কোয়ারেন্টাইনে থেকে সফর সম্ভব নয় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ১৪ দিন ঘরবন্দি থাকলে ক্রিকেটারদের ফিটনেস নষ্ট হবে। তাই কোয়ারেন্টাইনের সময় কমিয়ে সফর নিয়ে আশাবাদী প্রতিমন্ত্রী। লঙ্কা সফরের বিষয়টি নিয়ে আজ রোববার লঙ্কান ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বার্তা পাঠাবে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

আজ দুপুরে জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা জানান জাহিদ আহসান রাসেল।

প্রতিমন্ত্রী বলেন, ‘করোনাকালে একটা সিরিজ হবে, এটা আমরা খুব আগ্রহের মধ্যে আছি। আমাদের ক্রিকেটাররাও মনোযোগ দিয়ে অনুশীলন করছে। আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ হচ্ছে নিয়মিত। আমরা আশা করছি, ১৪ দিনের কোয়ারেন্টাইনের ব্যাপারটা কমানো হবে। আসলে রুমের মধ্যে এত দিন থেকে খেলা সম্ভব নয়। আমাদের খেলোয়াড়রা যদি ১৪ দিন রুমের মধ্যেই থাকে, তাহলে ফিটনেসে ঘাটতি দেখা দেবে। তারা কোনো পারফরম্যান্স দেখাতে পারবে না।’

প্রতিমন্ত্রী আরো যোগ করেন, ‘এটি আসলে কোনোভাবেই সম্ভব নয়। ১৪ দিন যদি রুমের মধ্যেই আটকে থাকে ক্রিকেটাররা, তাহলে তাদের ফিটনেস ঠিক থাকবে না। আমরা চাচ্ছি, হোটেলে কোয়ারেন্টাইনে থাকাকালে ওখানে যেন জিম করার সুবিধা দেওয়া হয়, সুইমিংপুল সুবিধা দেওয়া হয়। আশা করি, আজকের মধ্যে আমরা একটা মেসেজ পাব।’

এর আগে গতকাল শনিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান, দেরিতে হলেও হচ্ছে শ্রীলঙ্কা সফর। সবকিছু ঠিক থাকলে আগামী ৭ থেকে ১০ অক্টোবরের মধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল লঙ্কা সফরে যাবে বলে জানান আকরাম।

কোভিড-১৯ টাস্কফোর্সের সঙ্গে কথা বলে দুদিন আগে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট। নিজ দেশের কোভিড-১৯ টাস্কফোর্সের রীতি ভাঙতে পারবে না বলে জানায় এসএলসি। তাই শ্রীলঙ্কা সফরে যেতে হলে দেশটির স্বাস্থ্য নির্দেশিকা মানতে হবে বাংলাদেশকে।

আগামী দু-তিন দিনের মধ্যে শ্রীলঙ্কার নতুন স্বাস্থ্য নির্দেশিকা হাতে পাবে বিসিবি। নির্দেশিকা হাতে পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিসিবি।

(ঢাকাটাইমস/২৭ সেপ্টেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :