সিংড়ায় পাখিদের নিরাপদ আবাসস্থল গড়ে দিলেন প্রকৃতিপ্রেমীরা

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৮

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

সিংড়ার চলনবিলে প্রাকৃতিক দুর্যোগ ঝড় ও ভারি বর্ষণে পাখির আবাসস্থল নষ্ট হয়ে গেছে। আর এ অবস্থার কিছুটা লাঘব করতে গাছে গাছে মাটির হাড়ি বেঁধে পাখিদের নিরাপদ আবাসস্থল গড়ে দিচ্ছেন স্থানীয় পরিবেশ কর্মীরা। পাখি শিকার রোধে প্রচারণার পাশাপাশি সবুজ শ্যামল সিংড়া গড়তে বৃক্ষ রোপনেও উদ্যোগী হয়েছেন। রবিবার দিনব্যাপী চলনবিলের সিংড়া-তাড়াশ রাস্তায় বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন, পাখি রক্ষায় লিফলেট বিতরণ ও গাছে গাছে মাটির হাড়ি বেঁধে পাখিদের নিরাপদ আবাস্থল গড়ে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশ কর্মী হাসান ইমাম, মানবাধিকার কর্মী তাইফুর রহমান, সাবেক নৌ সার্জেন আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক ও পরিবেশ কর্মী আব্দুর রশিদ প্রমুখ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, সম্প্রতি কয়েক দফা ঝড়-বৃষ্টিতে পাখিদের আবাসস্থল নষ্ট হয়ে গেছে। ফলে প্রকৃতি ও পরিবেশের জন্য সংগঠনের সদস্যরা মাসব্যাপী বৃক্ষ রোপন ও পাখি বাঁচাতে মাটির হাড়ি টানিয়ে নিরাপদ আবাসস্থল গড়ে দিচ্ছেন।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এলএ)