‘আইনের শাসন প্রতিষ্ঠায় মাহবুবে আলমের অবদান অসাধারণ’

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৯

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম-এর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক শোকবাণীতে উপাচার্য বলেন, ‘দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। অসাম্প্রদায়িক চেতনার মানবিক মূল্যবোধসম্পন্ন এই বিজ্ঞ মানুষের মৃত্যুতে জাতি শুধু একজন বিশিষ্ট আইনবিদকে হারায়নি, বরং একজন ভালো মানুষকে হারাল।’

মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে উপাচার্য বলেন,‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সিন্ডিকেট সদস্য ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম ছিলেন একজন খ্যাতিম্যান আইনজ্ঞ ও শিষ্টাচারবোধসম্পন্ন, বিনম্র চরিত্রের প্রকৃত ভদ্রলোক।’

উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রবিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এলএ)