এমসি কলেজে ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় ছাত্রদল

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৪০

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় (ডাচ) এক প্রতিবাদ সমাবেশ থেকে এমন দাবি জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন। ঢাবি শাখা ছাত্রদল আয়োজিত সমাবেশে খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন আদিবাসী নারী গণধর্ষণে জড়িতদের শাস্তির দাবিও তোলা হয়।

সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত হয়ে খোকন বলেন, ছাত্রলীগ অতীতের মতো তার ধর্ষণ কর্মের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এমসি কলেজের মাধ্যমে সেটিই বুঝা যায়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একই সঙ্গে এমসি কলেজের ঘটনার প্রতিবাদস্বরূপ সিলেট মহানগর ছাত্রদল প্রতিবাদ সমাবেশ আয়োজন করলে সেখানে ছাত্রলীগ কর্তৃক আহত হয়েছেন অনেক নেতাকর্মী। অবিলম্বে তাদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

পত্রিকায় নিবন্ধ লিখে ইতিহাস বিকৃতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি পাওয়া শিক্ষক ড.মোর্শেদ হোসেন খানকে স্বপদে পুনর্বহালের দাবি জানান।

ঢাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন ঢাবি শাখা ছাত্রদলের সদস্য সচিব আমানুল্লাহ আমান।

প্রতিবাদ সমাবেশের আগে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাঈফ মাহমুদ জোয়েল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সহ-সভাপতি জাকিরুল ইসলাম জাকিরসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এমআর