গোপালগঞ্জে তুহিন হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৯ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২০, ২১:০২

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

গোপালগঞ্জে চাঞ্চল্যকর তুহিন মোল্লা হত্যার প্রধান আসামি মিজানুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগম ওরফে পাখিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকালে গোপালগঞ্জ সদর থানার অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন এ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত রাতে গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের আত্মীয় মিন্টু মিয়ার বাড়ি থেকে এ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। ১০ দিনের রিমান্ডের আবেদন করে সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৩ জুলাই গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের চর বয়রা গ্রামে মসজিদ কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার দিন জুম্মার নামাজের সময় মিজানুর মোল্যা ও তার ভাই ছোটন মোল্লা নতুন কমিটি গঠনকারীদের গালিগালাজ করে ও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা তুহিনকে মাছ কোপানো ঝুপি (ফুলকুচি) দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ৪ জুলাই নিহতের বড় ভাই আরেফিন মোল্লা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/পিএল)